বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ - ২০:৫২
ইতালি সংসদে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার বিল উপস্থাপন, লঙ্ঘনে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা

ইতালির সংসদে একটি বিল উপস্থাপন করা হয়েছে, যেখানে জনসমক্ষে বোরকা পরা বা মুখ ঢেকে রাখা পোশাক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইতালির ক্ষমতাসীন দল “ব্রাদার্স অব ইতালি” সংসদে ইসলামী হিজাববিরোধী একটি নতুন বিল পেশ করেছে। এই বিলে প্রস্তাব করা হয়েছে যে জনসমক্ষে-যেমন স্কুল, বিশ্ববিদ্যালয়, অফিস, দোকান ও সরকারি ভবনে-মুখ ঢেকে রাখা পোশাক পরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এর মধ্যে বোরকা ও নিকাব উভয়ই অন্তর্ভুক্ত।

প্রস্তাবিত আইনের অধীনে, নিয়ম ভঙ্গ করলে ৩০০ থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।

বিলটি শুধু মুখ ঢেকে রাখার বিষয়েই সীমাবদ্ধ নয়; এতে এমন ধর্মীয় সংগঠনগুলোর ওপরও নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাদের ইতালীয় সরকারের সঙ্গে আনুষ্ঠানিক কোনো চুক্তি নেই।

উল্লেখযোগ্য যে, এখনো ইতালিতে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, যদিও ১৩টি অন্য ধর্মকে আইনত স্বীকৃতি দেওয়া হয়েছে। ইতালির কিছু উত্তরাঞ্চলে ইতিমধ্যেই ২০১৫ সাল থেকে সরকারি ভবন ও হাসপাতালে মুখ ঢেকে রাখার ওপর স্থানীয় নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্স প্রথম দেশ, যারা ২০১১ সালে জনসমক্ষে ইসলামী হিজাব নিষিদ্ধ করে। পরে আরও কয়েকটি দেশ বোরকা বা মুখ ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করে তাদের অনুসরণ করেছে।

বর্তমানে ইতালিতে একটি জোট সরকার ক্ষমতায় আছে, যার সংসদে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে-তাই এই বিলটি পাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার এখনো এই বিষয়ে আলোচনার তারিখ নির্ধারণ করেনি।

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র শাসনকালকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইতালির সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁর নেতৃত্বে দেশটির রাজনীতি চরম ডানপন্থার দিকে এক বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha